• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

বিরামপুরে ২৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

স্বাধীন ভোর ডেস্ক / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

মোঃ ইব্রাহীম,বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি

ভারতে অবৈধভাবে পাচারের সময়  দিনাজপুরের বিরামপুর সীমান্তে ২৩ কোটি টাকার মূল্যের ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বুধবার (২৮ আগস্ট) ভোর রাতে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের গোবিন্দপুর সীমান্ত এলাকা হতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সাপের বিষ ভর্তি ২টি কাঁচের জার উদ্ধার করেন। উদ্ধার হওয়া সাপের বিষের মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ, পিএসসি, এলএসসি। খোঁজ নিয়ে জানাগেছে, দাউদপুর সীমান্তের নামা গোবিন্দপুর এলাকায় মেইন ২৮৯/৪৬-এস পিলার হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশ অভ্যান্তর দিয়ে অবৈধভাবে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ৩ ঘটিকায় দাউদপুর বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামান নেতৃত্বে অভিযানে ঘটনাস্থল থেকে মালিক বিহীন  পরিত্যক্ত অবস্থায় সাপের বিষ ভর্তি ২টি কাঁচের জার উদ্ধার করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ