• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ

স্বাধীন ভোর ডেস্ক / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।এসময় অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিগ্রস্ত ও মাদকাসক্ত প্রধান শিক্ষক ফজলুল হকের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ তুলে তার পদত্যাগসহ স্কুল সংস্কারের দাবি জানান।রবিবার (২৫ আগস্ট) সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে।মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী তোফায়েল তপু, সোহাগ আহাম্মেদ, শিক্ষার্থী তৌহিন, ১০ম শ্রেণির শিক্ষার্থী মেঘলা, সিনথিয়া, ৯ম শ্রেণির শিক্ষার্থী নাঈমা ইসলাম রুমু প্রমুখ।এসময় প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যান্য শিক্ষকদের কাছ থেকে অনাস্থা স্বাক্ষর দেন। একই সাথে আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। এ প্রসঙ্গে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ বা মানববন্ধন করেছে এটা আমি জানিনা। মানববন্ধন করে তারা আমার বিরুদ্ধে কি করতে পারবে বলেও জানান তিনি।উল্লেখ্য, প্রধান শিক্ষক ফজলুল হক ২০১১ সালের শেষের দিকে নারিকেলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ