• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্বাধীন ভোর ডেস্ক / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভানু রানী রায় নামে ১৫ মাসের শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার (আগষ্ট-২০২৪) দুপুরে উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু হলেন – উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দেবদারুপাড়া এলাকার ধর্ম নারায়ণ রায়ের শিশু কন্যা ভানু রানী রায় (১৫ মাস)। স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার সকাল সাড়ে টার দিকে শিশু কন্যা ভানু রানী রায় নিখোঁজ হয়। সাড়ে ৯টার দিকে বসতবাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ডুবন্ত অবস্থা শিশুটি মৃতদেহটি উদ্ধার করেন স্থানীয় ও পরিবারের লোকজন। শিশুর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে শতগ্রাম ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর আলী জানান, দেবারুপাড়া গ্রামে বাবা ধর্ম নারায়ণ ঘুমিয়ে ছিলেন এবং মা অঞ্জিলি রানী রান্নার কাজে ব্যস্ত থাকায় অসাবধানতার করণে পুকুরের পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু হয়েছে। শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এস আই আক্তারুলজ্জামান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে শিশুটি মৃতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ