• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

বন্যার্তদের সহায়তায় শেকৃবি শিক্ষার্থীরা, পাশে দাঁড়িয়েছে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও

স্বাধীন ভোর ডেস্ক / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

মোঃ আসাদুজ্জামান আজাদ, শেকৃবি সংবাদদাতা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সহায়তায় প্রায় ৭ লক্ষ টাকার ত্রাণসামগ্রী ও শুকনো কাপড় উত্তোলন করা হয়েছে।গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে। এরপর থেকে অফলাইনে এবং অনলাইনে টাকা উত্তোলন এবং শুকনো কাপড় সংগ্রহ করতে থাকে তারা। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দোকানগুলো থেকে সাধারণ শিক্ষার্থীদের একাংশ গণসংযোগ চালিয়ে টাকা সংগ্রহ করে। অনলাইনের মাধ্যমেও প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা সংগ্রহ করে তারা।শিক্ষার্থীদের এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও। বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে সাদা দল ১ লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা এবং নীল দলের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা বন্যার্তদের জন্য অনুদান দেওয়া হয়। এছাড়া কর্মকর্তারা ৫৬ হাজার টাকা এবং কর্মচারীরা ৫২ হাজার টাকা বন্যার্তদের মাঝে বিতরণের জন্য অনুদান দিয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় মন্দির কর্তৃপক্ষ থেকে জন্মাষ্টমীর র‍্যালি বন্ধ করা হয়েছে এবং সেই র‍্যালিসহ পুজার বাজেটের এক অংশ শিক্ষার্থীদের অনুদান ফান্ডে দেওয়া হয়েছে।ত্রাণবাবদ নগদ অর্থ উত্তোলনের পর ত্রাণসামগ্রী ক্রয় করে তা প্যাকেজিংয়ের কাজ শুরু করেছে শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্যাকেজিংয়ের এ কাজ শুরু হয়। ত্রাণসামগ্রী বাবদ চাল, ডাল, মুড়ি, চিনি, লাইটার, সাবান, ন্যাপকিন, স্যাভলন, খাবার স্যালাইন, পুরাতন কাপড় চোপড়, ঔষধ, তেল, খাবার পানি ইত্যাদি ক্রয় করে প্যাকেজিং করছে শিক্ষার্থীরা। প্যাকেজিং শেষে আজ রাতের মধ্যেই বিতরণের জন্য কুমিল্লা ও ফেনীর উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছে তারা।এ বিষয়ে শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, আমরা বন্যাকবলিত আমাদের ভাই-বোন সহায়তার জন্য গত কয়েকদিন থেকে কর্যক্রম চালাচ্ছি্। আজকে আমাদের গনত্রাণ কর্মসূচি ছিলো। এতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। অনেকে অনেক ভাবে আমাদের সহায়তা করছেন। আশা করি সকল ত্রাণসামগ্রী নিয়ে আজকে রাতের মধ্যেই রওনা দেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ