• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

চৌদ্দগ্রামের বিভিন্ন গ্রামে বন্যার্তাদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন এইচ এন এম শফিকুর রহমান

স্বাধীন ভোর ডেস্ক / ৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

আব্দুল মান্নান
বন্যায় দুর্গতদের মাঝে খাদ্যদ্রব্যসহ ওষুধপত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে আইসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং রেনেসাঁ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এইচ এন এম, শফিকুর রহমান। ২৪ আগস্ট (শনিবার) দিনব্যাপী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সর্বদলীয় লোকজন এবং সমাজের সচেতন শতাধিক নেতাকর্মী খাদ্য বিতরণ করেন। তিনি বলেন, বিপদের সময় বানভাসি মানুষের সেবায় এগিয়ে এসে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। বন্যা উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষ অন্ন, বস্ত্র, আশ্রয় ও চিকিৎসার অভাবে অর্ধাহার-অনাহারে অবর্ণনীয় দুর্ভোগে দিন যাপন করছে। তাই জরুরি ভিত্তিতে বন্যা উপদ্রুত এলাকায় মানবেতর জীবনযাপনরত বানভাসি মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা, শুকনো খাদ্যসামগ্রী প্রদান, আর্থিক সাহায্য-সহযোগিতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য আমি সচেতন চৌদ্দগ্রামবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। তিনি চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা, কাছিয়াপুষ্কুরনি, দূর্গাপুর, কৃষ্ণপুর, তুলাপুষ্কুরনি, গাছবাড়িয়া গ্রামের বিভিন্ন বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন–সেলিম মেম্বার, মহি উদ্দিন , কাজী ফখরুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম, সাংবাদিক মীর হোসেন মোল্লা, আবদুল জলিল মাদানী, নুরুল ইসলাম দুলাল, আবুল হাসেম, শুভপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি কামাল হোসেন, রফিকুল ইসলাম, আবুল কালাম সচেতন লোকজন এসব উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ