• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ

স্বাধীন ভোর ডেস্ক / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

মোঃ সাইফুল্লাহ, ইবি
উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারত ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।বৃহস্পতিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হয় এ আন্দোলন। এসময় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ‘বাবর আসছে, ভারত কাপছে’ ‘অ্যাকশন-অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতীয় দালালেরা, হুঁশিয়ার-সাবধান’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’ সহ নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয় এস এম সুইট বলেন, আমাদের লড়াই সংগ্রাম শেষ হয়নি। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শহিদ আবরার ফাহাদ আমাদের এই কুষ্টিয়ার সন্তান। তিনি ভারতের এই বৈষম্যের প্রতিবাদে শহিদ হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূল উদ্দেশ্য বৈষম্য বিহীন একটা রাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ