• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করলো বাংলাদেশ এনিমেল হাসবেন্ড্রি এসোসিয়েশন

স্বাধীন ভোর ডেস্ক / ৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

মোঃ মিরাজ উদ্দিন ,বাকৃবি

বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের (বাহা) আট সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের কনফারেন্স কক্ষে এক সাধারণ সভায় পূর্ববর্তী কমিটিকে বাতিল ঘোষণা করে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। এ সময় আগের কমিটির সদস্যরা তৎকালীন ফেসিস্ট শেখ হাসিনা সরকারকে সমর্থন করায় সেই কমিটি গ্রহণযোগ্যতা বাতিল হয়েছে বলে জানান উপস্থিত কমিটির সদস্যরা। বাহা’র অন্তর্বর্তীকালীন কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বাকৃবির পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাশেম। এছাড়া সদস্য হিসেবে আছেন মো. রফিকুল ইসলাম খান (ডন), পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রাণিসম্পদ অধিদপ্তরের খামার শাখার উপপরিচালক মো. শরিফুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. গোলাম আজম, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রাকিবুল হাসান, কাজী ফার্মস লিমিটেডের মো. সাইফুল ইসলাম, এভান্স এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.ফয়জুর রহমান (ফয়েজ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ