• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

জামায়াতের সহযোগিতা চাইলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

স্বাধীন ভোর ডেস্ক / ৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

সাইফুল ইসলাম, নাঙ্গলকোট
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দের সাথে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকীর মত বিনিময় সভা মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাছান, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক মোল্লা, মাওলানা ইয়াছিন মজুমদার, পৌরসভা আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, সেক্রেটারি হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাস্টার আব্দুল করিম, নাঙ্গলকোট উপজেলা সভাপতি ওমর ফারুক মিয়াজী, পৌরসভা জামায়াত নেতা মাওলানা সাহাব উদ্দিন, সাবেক ইসলামী ছাত্রশিবির নেতা মোতালেব হোসেন সজিব, সাখাওয়াত হোসেন সোহাগ প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী তার বক্তব্যে জামায়াত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার সাথে মতবিনিময় করেতে এসেছেন এবং সবাই সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করেছেন এটা আমার কাছে খুব ভাল লেগেছে। আপনাদের তরুণরাও এসেছে কয়েকজন, আমার প্রত্যাশা যেখানেই সাধারণ মানুষ আক্রান্ত হবে আপনারা আমাদের পাশে থাকবেন। অনেক অভিযোগ আসে, এখন কিছুটা কমে গিয়েছে, আশা করি আরো কমে যাবে এবং স্বাভাবিক হয়ে যাবে। এ ক্ষেত্রে যদি কোন প্রয়োজন হয় আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো, আপনাদের সহযোগিতা চাইবো। আমরা চাইনা যে অরাজক অবস্থা সৃষ্টি হোক, আমরা চাই আরো সুন্দর হোক। সব কিছু স্বাভাবিক করতে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে, আমরা আপনাদের সহযোগিতা নেব। মতবিনিময় সভায় চলমান সহিংসতা, হামলা, ভাংচুর ও চাঁদাবাজি বন্ধে সারা দেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা শাখা প্রশাসনকে পাশে থেকে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ