• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

ব্রাহ্মণপাড়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার পর আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পরপরই সহিংস ঘটনার কারণে সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটে। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট( মঙ্গলবার ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার দায়িত্বে থাকা ৩৮/বি এর উপ-অধিনায়ক মেজর নাজিউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আতিক উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, যুবদলের আহ্বায়ক মোস্তফা কামান, জামায়াত ইসলাম এর উপজেলা আমীর রেজাউল করিম, সেক্রেটারি মাও. আনিসুর রহমান, জাতীয় পাটির উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ময়নাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিজিবি’র কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা পূজা কমিটির নেতৃত্ববৃন্দ, সাংবাদিক নেতৃত্ববৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দসহ আরও অনেকেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম আজহারুল ইসলাম চলমান পরিস্থিতিতে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ ও সকল সরকারি স্থাপনা রক্ষায় অবদান রাখায় উপজেলার সকল রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন। চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশের সাথে মাঠে কাজ করছে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা। তিনি আরো বলেন, আগামী দিনেও ব্রাহ্মণপাড়াবাসীর শান্তি রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ