• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

সেনাবাহিনীর সহযোগিতায় জোরদার হলো ব্রাহ্মণপাড়া থানার কার্যক্রম

স্বাধীন ভোর ডেস্ক / ৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার পর আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পরপরই সহিংস ঘটনার কারণে সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটে। এতে দেশের অধিকাংশ থানার কার্যক্রম বন্ধ ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেনাবাহিনীর সহযোগিতায় আবারও অধিকাংশ থানার কার্যক্রম সচল হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ( ১২ আগস্ট ) সকাল থেকে সেনাবাহিনীর সহযোগিতায় ব্রাহ্মণপাড়া থানার কার্যক্রম পুরোদমে শুরু হয়। এ সময় সেনাবাহিনীর ৩৮ বিট উপঅধিনায়ক মেজর নাজিউর রহমান ও ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় থানায় সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সমস্যা শুনেন ওসি। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। স্বতঃস্ফূর্তভাবে সেবাগ্রহীতাদের সেবা নিতে দেখা যায়। এতে থানায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে। ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, বৈরী পরিস্থিতিতেও আমার থানার কার্যক্রম বন্ধ ছিল না। তবে থানার বাইরে পুলিশি কার্যক্রম ও টহল বন্ধ ছিল। আমার থানার সব পুলিশ সদস্য উপস্থিত আছে। এরমধ্যে ওসি তদন্ত ছুটিতে আছেন। তিনিও শিগগিরই যোগদান করবেন। সেনাবাহিনীর সহযোগিতায় আজ থেকে আমাদের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। থানায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ