• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

স্বাধীন ভোর ডেস্ক / ৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণপাড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১১ আগস্ট ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্রাহ্মণপাড়া থানা কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীর ৩৮ বিট উপ-অধিনায়ক মেজর মো. নাজিউর রহমান ও ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় জানানো হয় উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছে সেনাবাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুকূল পরিবেশের অভাবে সারাদেশে অধিকাংশ থানার কার্যক্রম বন্ধ থাকলেও ব্রাহ্মণপাড়া থানার আইনি কার্যক্রম স্বাভাবিক ছিল। পুলিশ বাইরে টহলে না বের হলেও থানা কমপ্লেক্সে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি। সংখ্যালঘুসহ উপজেলার প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা রক্ষায় পুলিশের সঙ্গে সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে।এ সময় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের প্রকাশক ও সম্পাদক ও দৈনিক বিজনেস বাংলাদেশের কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আহমেদ লাভলু, দৈনিক কালবেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক আজকের পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মো. আনোয়ারুল ইসলাম, দৈনিক স্বাধীন ভোরের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মো. রেজাউল হক শাকিল, দৈনিক আমাদের নতুন সময়ের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মো. ফারুক আহমেদ, দৈনিক প্রতিদিনের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি গাজী মো. রুবেল, দৈনিক ভোরের কাগজের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবদুল কুদ্দুস, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের স্টাফ রিপোর্টার মো.গোলাম মোস্তফা, চ্যানেল এসের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, দৈনিক মানবজমিনের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ভূইয়া, দৈনিক কালজয়ীর স্টাফ রিপোর্টার মো. সজিব ভূইয়া, দৈনিক খবরের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ডাঃ ইউনুস সরকার, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের স্টাফ রিপোর্টার মো: ঈমাম হোসেন ও মো. সোহেল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ