• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

ফেনী হাসপাতাল মোড়ে ট্রাফিকের দায়িত্ব রত ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন ছাত্রদল নেতা জিল্লু

স্বাধীন ভোর ডেস্ক / ২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪

মুজাহিদুল ইসলাম জাবের, ফেনী

ছাত্র-জনতার আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর থেকে জনগণের আক্রমণের হাত থেকে বাঁচতে কর্মবিরতিতে আছেন বাংলাদেশের পুলিশ সদস্যরা। বেশ কয়েকদিন ধরে রাস্তায় নেই ট্রাফিক পুলিশ সদস্যরা। যার ফলে নিয়ম না মেনেই রাস্তায় চলছে যানবাহন। দেশের এমন পরিস্থিতিতে রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ছাত্রদের সাথে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজ করছেন ছাত্রদের সঙ্গে। সারাদেশের ন্যায় ফেনী জেলার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের কাজ করছেন শিক্ষার্থীরা, এতে খানিকটা শৃঙ্খলা ফিরেছে রাস্তায়, স্বস্তিও ফিরে এসেছে জনমানুষের মনে। রাস্তায় চলাফেরা করা মানুষ ও যানবাহনকে সিগন্যাল মানতে বাধ্য করছেন শিক্ষার্থীরা। যারা বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করছেন না তাদের ৫-১০ মিনিটের জন্য দাঁড় করিয়ে রেখে শাস্তিও দিচ্ছেন তারা। যদিও তাতে কোন মানুষের অভিযোগ পাওয়া যায়নি।দিনে কয়েক শিফটে ভাগ হয়ে কাজ করা শিক্ষার্থীদের অনেকেই খাবার ও পানি দিয়ে যাচ্ছেন। বেশিরভাগ স্থানেই দেখা গেছে এমন চিত্র। অন্যান্যদের মতো তাদের পাশে এসে দাঁড়িয়েছে ফেনী জেলা যুবদল ছাতদলের নির্দেশে ফেনী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জিল্লর রহমান আজকে রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করা শিক্ষার্থীদের মাঝে খাবার প্যাকেট ও পানি বিতরণ করেছেন এসময় সাংবাদিকদের জিল্লু বলেন ছাত্রদের যৌক্তিক আন্দোলনে ছাত্রদল সবসময় পাশে ছিল ভবিষ্যতে ও থাকবে, ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রদের পাশে থেকে কাজ করেছেন এখনো করে যাচ্ছেন, তিনি বলেন যে সকল ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্বে আছেন তাদের খাবার ও বিশুদ্ধ পানি ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল হতে ফেনী জেলা ছাত্রদল ও যুবদলের জাকির হোসেন জসিম সহ বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ