• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণপাড়ায় যৌথ মহড়া

স্বাধীন ভোর ডেস্ক / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও প্রতিটি নাগরিককের নিরাপত্তায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যৌথ মহড়া দিচ্ছেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানাপুলিশ। সোমবার ( ১২ আগস্ট ) দুপুরে থানা কমপ্লেক্স থেকে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি৷), সেনাবাহিনী, থানাপুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে উপজেলার সবগুলো সড়ক ও হাটবাজারে এ মহড়া দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, ওসি এস এম আতিক উল্লাহ, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। মহড়া দেওয়াকালে উপজেলার সকল নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়লেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। উপজেলাবাসীর আস্থা ও ভরসার প্রতীক হয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা একত্রে মাঠে কাজ করছেন। এ সময় সঠিক তথ্য দেওয়াসহ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম বলেন, আইনশৃংখলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসনের সাথে মাঠে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বর্তমানে কোন প্রকার গোলযোগ তৈরি, খাল ভরাট, ড্রেজার ব্যবহার, মাদক পরিবহন, বিক্রয় কিংবা সেবন, চোরাচালান সহ, গাড়ি অবৈধ পার্কিং, চাঁদাবাজির সাথে কাউকে জড়িত প্রমাণ পেলে কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ