• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে নীলফামারীর থানা

স্বাধীন ভোর ডেস্ক / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারীর থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে আইনি সেবা দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। এরই মধ্যে আইনি পরামর্শ, পুলিশিং সেবা প্রদানের পাশাপাশি সাধারণ ডায়েরী, অভিযোগ এবং এজাহার গ্রহণ শুরু হয়েছে জেলার ছয় থানায়। গতকাল রাত থেকে নীলফামারী, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর থানার পুলিশিং সেবা শুরু হয়। নীলফামারী থানায় পুলিশ সুপার মোকবুল হোসেন আনুষ্ঠানিক ভাবে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোকবুল হোসেন জানান, গতকাল রাত থেকে জেলার ছয় থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এর ফলে আইনি সেবা প্রদান শুরু হয়েছে সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ