• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ড প্রেসক্লাবের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ড সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ২৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

মোঃরমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী সংগঠন সীতাকুণ্ড প্রেসক্লাবের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ডে সমন্বয় ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। শনিবার(১১ আগস্ট) বেলা সাড়ে বারটার দিকে সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে সীতাকুণ্ডে নেতৃত্ব দেয়া মোঃ রানা, মো:ফারহান সিদ্দিক,মোঃ ইমরান, যুগ্ম আহ্বায়ক রেজাউল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন সহ প্রমুখ।এসময় শিক্ষার্থী ও সাংবাদিকরা বলেন, দীর্ঘ ১৬ বছর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ত্যাগের বিনিময়ে সরকারের পতন হয়েছে।ছাত্র-জনতা প্রথমে কোটা সংস্কার দাবি তুললেও সেটা গোটা দেশ সংস্কারের রুপ রেখায় পরিণত হয়।এতে ভারতীয় ‘র’ এজেন্ট ও ছাত্রলীগ কর্তৃক আমাদের ছাত্র ভাইয়েরা গুম,খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।আমরা নিহত বীর শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি।আর বৈষম্য বিরোধী সাংবাদিক গঠনে তারুণ্যকে প্রাধান্য দিচ্ছি।দলীয় লেজুড়বৃত্তি বাদ দিয়ে সত্য এবং নিরপেক্ষভাবে সাংবাদিকতা চালিয়ে যেতে হবে।মুলধারার সাংবাদিক বলে গলা ফাটিয়ে লাভ নেই যদি মনুষ্যত্ব না থাকে যদি জাতির ক্রান্তিলগ্নে সত্য তুলে ধরা না হয়।সাংবাদিক সমাজ কলুষিত না হয় সেদিকে সবাই নজর দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ