• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফিরাত এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।শুক্রবার (১০ আগস্ট) বিকাল ৪ টার সময় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড স্কুল অ্যাণ্ড কলেজের হল রুমে বাড়বকুণ্ড ছাত্র পক্ষ থেকে শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক জামিল রায়হানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জয়নাল আবেদীন বাবলু।উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলায় ছাত্র দলের আহবায়ক কাজী সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী দেলোয়ার হোসেন বাবলু। আরো উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক ইমরান নেওয়াজ,সিনিয়র সহ-সভাপতি আবদুল আল মামুন সহ ১নং ওয়ার্ড হয়তে ৯নং ওয়ার্ডের সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্য ফোটে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদের হয়েছে তাদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। মহান আল্লাহপাক নিজে পবিত্র কোরআনে বলেছেন, ‘যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদের তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা রিজিকপ্রাপ্ত।’ (সুরা, আল-ইমরান, আ/১৬ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচারির শেখ হাসিনার লালন করা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যেসব ভাইদেরকে হত্যা ও আহত করেছে। তাদের জন্য দোয়া করেন এবং আহত ভাইদের সুস্থতা কামনা করেন। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত শহীদের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া-প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ