• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

দলীয় ভিত্তিক বিচার ব্যবস্থাকে রুখে দিতে ইবিতে বিক্ষোভ

স্বাধীন ভোর ডেস্ক / ২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ইবি সংবাদদাতা
দলীয় ভিত্তিক বিচার ব্যবস্থাকে রুখে দিতে ও ক্যাম্পাসে অপরাজনীতি বন্ধের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় বটতোলা থেকে মিছিলটি শুরু হয়।মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে গিয়ে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন, খুনি হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু কিছু অপশক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রপাগাণ্ডা সৃষ্টি করছে। ২৪ এর পরাজিত শক্তি স্বৈরাচার আওয়ামী লীগ ও ছাত্রলীগের দোসররা এধরনের প্রপাগাণ্ডা সৃষ্টি করছে। আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি। আমাদের ভাইদের রক্তের সঙ্গে বেঈমানী করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দোসরদের এ ক্যাম্পাসে কোন জায়গা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ