মাসুদ রানা, রাজশাহী
রাজশাহীতে জেলা প্রশাসকের কার্যালয়ের মতবিনিময় সভায় ছাত্র সমন্বয়করা জানান আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়ে আছে যাদের হাত। দেশ গোছাতে হলে আপাতত যারা সরাসরি অপরাধ করেছে, গুলি করে আমাদের ভাইদের হত্যা করেছে তাদেরকে মাঠে রাখবেন না। তাহলে আমরা সামলাতে পারবো না। আশাকরি আমাদের ক্লিয়ার ম্যাসেজটি পেয়েছেন আপনারা। মতবিনিময় সভায় এমন বক্তব্য দিয়েছেন রাজশাহীতে আন্দোলনের ডাক দেয়া ১৭ ছাত্র সমন্বয়ক।শনিবার (১০ আগষ্ট) দুপুর ১২.৩০ টায় জেলা প্রশাসন রাজশাহীর সম্মেলন কক্ষে আন্দোলনের ডাক দেয়া ১৭ ছাত্র সমন্বয়কের মতবিনিময় করেছে। এসময় শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে আমন্ত্রিত ছাত্র সমন্বয়কদের সম্মানিত করে তাদের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে জেলা প্রশাসন। এসময় সমন্বয়করা বলেন, কোন না কোন ভাবে আমাদের ভাইদের হত্যার জন্য আপনারা দায়ী। আপনারা দায় এড়াতে পারেন না। আপনাদের হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে। আজকে আমাদের শহীদ ভাইদের প্রতি স্বরন করা হয়েছে। এই ভাবে স্বরন করলে হবেনা তাদেরকে আদর্শিকভাবে স্বরন করতে হবে। আর সোনার বাংলাদেশ গড়তে হলে আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। তাই সবার আগে আপনাদের এগিয়ে আসতে হবে। যে সকল অফিসার সরাসরি দায়ি তাদেরকে আপাতত মাঠে রাখবেন না। আজ কয়েকদিন যাবৎ আমার শিক্ষার্থী ভাইয়েরা ঘুমাতে পারেনি। তারা নিঃস্বার্থে অফিস-আদালত, পাড়া মহল্লা পাহারা দিচ্ছে। লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে। আপনাদের স্পষ্ট বলে দিতে চাই, আপনারা কেউ কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না। আপনারা জনগণের সেবা করবেন। মনে রাখবেন আপনারা প্রজাতন্ত্রের চাকর। আমরা কোন দল করিনা, এরপর যদি দেখি আপনারা কোন দলকে তুষ্ট করতে কাজ করছেন তাহলে আমরা আবার মাঠে নামবো। আপনাদের আরেকটি বিষয় স্বরন করে দিতে চাই, আজ থেকে কাউকে আপনাদের স্যার বলাতে বাধ্য করবেন না। উক্ত মতবিনিময় সভায় সমন্বয়করা ঘুষ দুর্নীতিসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে সমন্বয়কদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে গঠনমুলক বক্তব্য প্রতিশ্রুতি দেন সেনাবাহিনীর সিইও ল্যাফটেনেন্ট কর্নেল শামীম হোসেন। এসময় তিনি বলেন, আমরা সবাই দেশ প্রেমিক হবো। সমন্বয়কদের বার্তায় আমি পরিষ্কার, তারা কি বোঝাতে চেয়েছে। শুধু সফটওয়্যার হলে হবেনা এর সাথে হার্ডওয়্যারও প্রস্তুত করতে হবে। দেশে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। আমি নিজেও ভোর পর্যন্ত বাইরে কাজ করছি। আপনাদের কারো কোন অভিযোগ থাকলে স স থানায় যোগাযোগ করবেন, সেখানে আমাদের সেনাবাহিনীরা রয়েছে। আর উপজেলা পর্যায়ে ইউএনও এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে উক্ত মতবিনিময় সভার সভাপতি ও জেলা প্রশাসক শামীম হোসেন নানা দিক তুলে ধরেন এবং সকলে সহযোগিতা চেয়ে সভাটি সমাপ্তি ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরিসহ জেলা প্রশাসনে কর্মরত সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার সাইফুর রহমান, রাজশাহী ছাত্র আন্দোলনের ১৭ জন সমন্বয়ক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।