• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

পাবনায় বৃষ্টি উপেক্ষা করেই  শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, পুলিশের সতর্ক অবস্থান

স্বাধীন ভোর ডেস্ক / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪

মোঃ নূরুন্নবী, পাবনা 
 পাবনায় বৃষ্টি উপেক্ষা করে গণহত্যা ও গণ গ্রেফতার, মামলা প্রত্যাহার, হত্যার বিচার, শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন  বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে তারা সমবেত হন। পরে দুপুর সাড়ে ১১ টার দিকে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড় গোল চত্বরে সামনে এসে হাজারো শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ‘ দফা এক দাবি এক, স্বৈরাচারীর পদত্যাগ’, ‘আমার ভাই জেলে, খুনি কেন বাহিরে’, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘স্বৈরাচারীর গতিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি স্লোগান দেন।এ সময় পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভ মিছিলে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা মাইকে ন্যায়সঙ্গত এই আন্দোলনে সহযোগিতা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।শহরে বেশ কিছু সময় অবস্থান করে দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আবারও সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে শিক্ষার্থীরা। সেখান থেকে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা।ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে একাত্মতা ঘোষণা করে ঈশ্বরদী উপজেলা থেকে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন , আমি আমার দুই মেয়ে সহ ৮ জন মেয়ে শিক্ষার্থীদের নিয়ে দাবি আদায়ের জন্য এই  মিছিলে অংশগ্রহণ করেছি। এসময় শিক্ষার্থীদের মাঝে সাধারণ জনগণকে পানি, সিঙ্গারা, পরীসহ খাবার বিতরণ করতে দেখা গেছে। এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সরকারি এডওয়ার্ড কলেজ থেকে মিছিল নিয়ে পাবনা ট্রাফিক মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে কলেজের গেটে আবার ফিরে যান। যেহেতু এখানের শিক্ষার্থীরা শান্ত ছিল সেজন্য পুলিশও শান্ত ছিল। খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ কাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ