• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

স্বাধীন ভোর ডেস্ক / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪

সাইফুল ইসলাম, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার সকালে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মৎস্য পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান বাছির ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান। উপসহকারী কৃষি কর্মকর্তা জোনায়েদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহরিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, মৌকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর, হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, জোড্ডা পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান নূরুল আফসার, মৎস্য খামারি আবুল খায়ের বাবুল প্রমূখ। অনুষ্ঠান শেষে রেণু উৎপাদনে আবুল কাশেম ফিশারিস এর স্বত্বাধিকারী ওমর ফারুক, পোনা উৎপাদনে বিসমিল্লাহ মৎস্য হ্যাচারী স্বত্বাধিকারী আবুল খায়ের বাবুল এবং মাছ উৎপাদনে ভাই ভাই মৎস্য খামার স্বত্বাধিকারী জীবন কৃষ্ণ গোস্বামী বিশেষ অবদান রাখায় তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ