• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

বিরামপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি

স্বাধীন ভোর ডেস্ক / ৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে কোটা সংস্কারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নেন ছাত্রলীগ। এদিকে কোটা সংস্কারের নামে নৈরাজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২ টার দিকে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিলসহ কলেজ বাজার এলাকায় সড়ক অবরোধ করে। অন্য দিকে সরকারি কলেজের সামনে মহাসড়কে উপজেলা পরিষদের গেট এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি মিছিল বের হয়।একই সময়ে বিপরীত দিক থেকে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের মিছিল মুখোমুখি আসলে উভয়ের মাঝে উত্তেজনা দেখা দেয়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকায় শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরবর্তীতে ঢাকা মোড় এলাকায় ছাত্রলীগ অবস্থান নেয় এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের সদস্যরা সুশৃঙ্খলভাবে তাদের কর্মসূচি পালন করে। অপরদিকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে তাদের কর্মসূচি সম্পন্ন করে। এদিকে যে কোন পরিস্থিতি মোকাবিলায় শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার এবং উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ