• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

কোটা আন্দোলন জামালপুরে পুলিশ, সাধারণ শিক্ষার্থীসহ আহত-২০

স্বাধীন ভোর ডেস্ক / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
??????????

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
জামালপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আইন প্রণয়ণের এক দফা দাবিতে বৃহস্পতিবার জামালপুরে সড়ক, রেলপথ অবরোধসহ আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা শহরের রেলগেইটপাড় এলাকায় জড়ো হয়। এসময় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা লাল নিশান হাতে নিয়ে রেলপথ অবরোধ করে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে পড়ে। আন্দোলনকে ঘিরে পুলিশ, বিজিবি ও র্যাবসহ অন্যান্য সদস্যরা ছিল সতর্ক অবস্থায়। দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাইলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাসসহ ফাকা গুলিছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। দীর্ঘসময় চলে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে আইনশৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৭ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ৪ শিক্ষার্থীকে। জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পুলিশ নিরাপত্তার স্বার্থে ভূমিকা রেখেছিলেন। বেলা ২ টার দিকে পুলিশ সুপার আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য এসেছিলেন। কিন্তু তারা স্যারের সাথে কথা না বলে তার উপর হামলা করে। এসময় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় আন্দোলনকারী ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ