• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে – এমপি আবুল কালাম

স্বাধীন ভোর ডেস্ক / ৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪

গোলাম রাব্বি প্লাবন, দেবিদ্বার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই স্বপ্নের সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশ গড়ার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ। সোমবার (১৫ জুলাই) সকালে দেবিদ্বার অবসর প্রাপ্ত সৈনিক কল্যান সংস্থার প্রয়াত সভাপতি সফিকুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তি‌নি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই এক হয়ে কাজ করে যাবো। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মতিন মিয়ার সভাপতিত্বে ও কর্পোরাল আবদুস ছামাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, দেবিদ্বার থানা অব:প্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উপদেষ্টা মো. মোসলেম উদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মো. আবদুল্লাহ্ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম লিপি। সৈনিক কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার। এ ছাড়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ইসলাম তুষার, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ