• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

মরহুম মিজানুর রহমান মির্জা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন বিরামপুর

স্বাধীন ভোর ডেস্ক / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর(হিলি)উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে মরহুম মিজানুর রহমান মির্জা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতি।শুক্রবার (১২ জুলাই) বিকেলে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে বোয়ালদাড় ইয়োং স্পোর্টিং ক্লাব এর আয়োজনে এবং সিঙ্গাপুর প্রবাসী মুশফিকুর রহমান মুশফিক এর সার্বিক সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মদ ফাহিম নাইন্টি। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন রাজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ দুলাল হোসেন পিপিএম, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, মুশফিকুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান মাসুম,বাদশাহ আলমগীর, জব্বারসহ আরও অনেকে। এই ফুটবল টুর্নামেন্টে আটটি দল অংশ গ্রহণ করেন। শেষ পর্যন্ত ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ও বাংলাহিলির সোহেল এফ সি জালালপুর দল। খেলায় ধারাভাষ্যকার করেন আসাদুজ্জামান আসাদ। খেলার নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হওয়ায় খেলাটি ট্রাইবেকারের মাধ্যমে সম্পন্ন হয়। এতে ৩-২ গোলে জয়লাভ করে বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন হন। পরে অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও বড় খাঁসি এবং রানার্সআপ দলের হাতে ট্রফি ও ছোট খাঁসি তুলে দেন।স্পোর্ট জোন বিরামপুর ফাইনাল খেলায় সকল দর্শকদের জন্য উম্মুক্ত লটারির ব্যবস্থা করেন।এই লটারিতে জয়ী দর্শকদের মাঝে ১০ টি পুরস্কার দেওয়া হয়।মরহুম মিজানুর রহমান মির্জা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়ে বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতির খেলোয়াড় বৃন্দ, পরিচালনা পর্ষদ ও শুভাকাঙ্ক্ষীগন চ্যাম্পিয়ন ট্রফি বিরামপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আক্কাস আলী মহোদয়ের হাতে তুলে দেন। সেইসময় এক আনন্দ মূখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ