• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

সীতাকুণ্ডের সৌদি প্রবাসী জুয়েল মাহমুদের বিয়ে আর হলো না

স্বাধীন ভোর ডেস্ক / ৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সৌদি আরব প্রবাসী জুয়েল মাহমুদের বিয়ের পিড়িতে বসা হলো না আর । নিজের বিয়ের দাওয়াত করতে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে লরিচাপায় জুয়েল মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেলেন না ফেরার দেশে। গতকাল(১০জুন) বুধবার বিকেল ৩ টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। নিহত জুয়েল সীতাকুণ্ড উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামের মো. শাহাজানের একমাত্র ছেলে । তার আকস্মিক মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন ও নিজএলাকায় শোকের ছায়া নেমে আসে। সৌদি আরব থেকে গত ৪দিন আগে দেশে ফেরেন জুয়েল। পারিবারিকভাবে নগরীর মনসুরাবাদ এলাকার একটি মেয়ের সঙ্গে মোবাইল ফোনে আকদ সম্পূর্ণ হয় সম্প্রতি। কথা ছিল দেশে আসলেই বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হবে। চলতি মাসের ২৪ জুলাইয়ে উভয় পরিবারের সিদ্ধান্তে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। তাই আত্মীয়-স্বজনদের বিয়ের দাওয়াত দিতে বের হন জুয়েল মাহমুদ। কিন্তু গতকাল বুধবার দুপুরে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বারৈয়াঢালার ইউনিয়নের চেয়ারম্যান মো. রেহান উদ্দিন রেহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসী যুবকটি বিয়ে করতে দেশে আসেন। আকদ লও হয়েছিল। আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে আনার আয়োজনও চলছিলো তাদের। কিন্তু গাড়ি চাপায় আজ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। খবর পেয়েই আমি দ্রুত তার বাড়িতে গিয়েছি। তার বাড়িতে শোকের মাতম চলছে এখন। এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ এসআই মো. আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনাটির সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাবার আগেই প্রবাসী জুয়েলের লাশ বাড়ি নিয়ে গেছে তার স্বজনরা। সে কারণে বিস্তারিত তথ্য পাইনি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ