• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

ফের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

স্বাধীন ভোর ডেস্ক / ৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪

কুবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’- কর্মসূচির এর সঙ্গে সংহতি জানিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফঠক থেকে ট্রাকে করে কোটবাড়ি হয়ে দুপুর সাড়ে তিনটার দিকে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।এসময় আমার সোনার বাংলায়, কোটা প্রথার ঠাঁই নাই, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’,সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, ‘কোটা প্রথার বিরুদ্ধে, লড়াই করো একসাথে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুর আরেকবার’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক কম্পিত করে তোলে শিক্ষার্থীরা।এছাড়াও শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে ক্রিকেট ও ফুটবল খেলতে দেখা যায়।আন্দোলনরত অবস্থায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরে অধ্যয়নরত রুবেল মিয়া বলেন, ‘যৌক্তিক দাবি আদায় না হওয়া অবধি আমরা আমাদের আন্দোলন থেকে পিছুপা হবো না। এই কোটা অবশ্যই বাতিল করতে হবে’।উল্লেখ্য, এর আগে গত ৪ জুলাই চার দফা দাবি জানিয়ে প্রায় ৩ ঘন্টার অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে ৬ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করে এবং গতকাল ৭ জুলাই প্রায় সাড়ে ৪ ঘন্টা পুনরায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ