চৌদ্দগ্রাম প্রতিনিধি
গতকাল ৫জুন (বুধবার) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবার নির্বাচিত হয়েছে তিনজন নতুন মুখ। চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ ইসহাক খান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা আক্তার ববি।
………………………………… জসিম উদ্দিন ভূঁইয়া ফাইল ছবি
বিপুল ভোটে নির্বাচিত এই প্যানেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম থেকে ৫বারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা মুজিবুল হক এমপির একান্ত আস্তাভাজন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক জসিম উদ্দিন ভূঁইয়া চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের কৃতিসন্তান। তিনি এফবিসিসিআই এর সদস্য ও পরিচালক বাংলাদেশ শিল্প হেন্ডেলিং এন্ড বার্থ অপরেটর অব বাংলাদেশ এবং তিনি প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক কুমিল্লা সমিতি চট্রগ্রাম, পৃষ্টপোষক চৌদ্দগ্রাম সমিতি। চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রহমত উল্লাহ বাবুল, ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইসহাক খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা আক্তার ববিকে বিপুল ভোটে নির্বাচিত করায় চৌদ্দগ্রামের সকল ভোটার ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।