• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

বীরগঞ্জে সরকারি সম্পত্তি দখলমুক্ত করলো প্রশাসন

স্বাধীন ভোর ডেস্ক / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলে সরকারি সম্পত্তি দখলমুক্ত, পিছু হটল ভুমিদস্যু ইছানুর বাহিনী। রবিবার (৩ মার্চ) রাতে উপজেলার নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুর এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস। জানা যায়, উপজেলার নিজপাড়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামের আদিবাসী কবরস্থানের পাশে ১নং খাস খতিয়ানের জমি স্থানীয় ভুমিদস্যু ইছানুর, সালাম, শহীদ ও বদি নামের কয়েকজন ব্যক্তি অবৈধভাবে দখল করে ঘর তুলার পায়তারা চালিয়ে আসছিলো। এমনকি এ জমিতে তাদের ব্যবহারের জন্য আনা বাঁশ ও খড়ের ঘর নির্মাণ করে অবৈধভাবে ভোগদখলের চেষ্টা করেছে। সংবাদ পেয়ে রাতেই বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস উপস্থিত থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে জমি দখলমুক্ত করে সরকারের দখলে নিয়েছেন।সোমবার দুপুরে ঘটনাস্থলে সরজমিনে গেলে স্থানীয়রাসহ হাফিজারের পরিবারের স্বজনেরা জানান, উক্ত খাস জমি খন্ড প্রায় ৩০ বছর যাবত পরিত্যাক্ত রয়েছে, সেখানে তারাই তাদের বাড়ির উঠান হিসাবে খড়ি এবং খড়, গরু-ছাগল বেধে রেখে ব্যবহার করে আসছেন।সম্প্রতি কথিত নেতা ছালামের ইন্দনে, তার ভাতিজা বাবুলের ছেলে ইসানুরের নেতৃত্বে ওই জমি রাতের আধারে ঘেরাবেড়া দিয়ে ভুমিদস্যিরা জবর দখলের চেষ্টা চালায়, সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে প্রশাসনের উর্ধ মহলের দিক নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে সরকারি সম্পত্তি তথা ঐ জমি উদ্ধারের জন্য উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন জবর দখল কাজে ব্যবহৃত ঘেড়া বেড়া কাচাবাঁশ, টিনসহ ভাঙ্গা চৌকি জব্দ করে নিজপাড়া ইউপি কার্যালয়ে জমা রাখা হয়েছে। কেউ যেন সরকারী সম্পত্তি জবর দখল করতে না পারে তজ্জন্য অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ