• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

জামালপুরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

স্বাধীন ভোর ডেস্ক / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২ মার্চ, ২০২৪

জামালপুর প্রতিনিধি:
জামালপুর পৌর এলাকার রামনগর ১২ নম্বরের মাত্র দেড় কিলোমিটার সড়ক বেহাল অবস্থার কারণে ছয় গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষের দূর্ভোগ চরমে উঠেছে।শনিবার স্থানীয় রামনগর নগর উন্নয়ন কমিটির আয়োজনে সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবিতে শহরের পশ্চিম রামনগর গ্রামে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।এ সময় রামনগর নগর উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, স্থানীয় আব্দুল হালিম চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, ‘এটি দেড়শ বছরের ঐতিহ্যবাহী জামালপুর পৌর সভার অবহেলিত ১২ নম্বর ওয়ার্ড। কিন্তু দেখে মনে হয়, এটি একটি দুর্গম চরাঞ্চল।’মানববন্ধনে বক্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমরা পৌরসভার সকল প্রকার ট্যাক্স ও কর প্রদান করে আসছি। অথচ এই ওয়ার্ডের নাগরিকরা রাস্তা-ঘাট, বিদ্যুৎ, পানিসহ সকল প্রকার নাগরিক সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত।’স্থানীয় আব্দুল মজিদ বলেন, ‘মাত্র দেড় কিলোমিটার বেহাল রাস্তার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ চরম কষ্টের মধ্যে চলাচল করছেন।’আলী আকবর বলেন, ‘এই সড়ক দিয়ে মধ্যের চর, ঝাউগরা, টগারচর এবং পইরবাড়ীসহ ছয়টি প্রায় অর্ধলক্ষাধিক লোক এবং কৃষি পণ্য নিয়ে শত শত যানবাহন চলাচল করে থাকে।’রামনগর এলাকাবাসী জানান, ‘১২ নম্বর ওয়ার্ডে প্রায় ২০ থেকে ২২ হাজার মানুষ বসবাস করেন। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। রাস্তা-ঘাট না থাকায় ছেলে-মেয়েদের অনেক কষ্ট করে শহরে গিয়ে পড়ালেখা করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হয়। তখন ছাত্র-ছাত্রীদের শিক্ষা-প্রতিষ্ঠান যাওয়া বন্ধ হয়ে যায়। বিদ্যুতের স্থায়ী কোনো ব্যবস্থা নেই। বাঁশের খুটিতে ঝুলন্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে।ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার এবং পাকাকরণসহ একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি জানান। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ