• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

কাউখালীতে জাতীয় ভোটার দিবস পালন

স্বাধীন ভোর ডেস্ক / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২ মার্চ, ২০২৪

মো: নাঈম কাজী, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
সঠিক তথ্যে ভোটার হব, স্মাট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় ২ মার্চ পালিত হল জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যাতলি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন-উপজেলা নির্বাচন অফিসার শারমিন আফরোজ। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু সাঈদ মিঞা, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মৃদুল আহমেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, কাউখালী উপজেলা প্রেস ক্লবের সহ-সভাপতি গাজী আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান খোকন, কোষাধক্ষ্য মো. এনামুল কিবরিয়া প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিঝরা মার্চের এই দিনে প্রতিবছর আন্তর্জাতিক ভোটার দিবস পালন করা হয়। দিবসটির মাধ্যমে মানুষ ভোটার হওয়ার প্রতি উৎসাহিত হবে। এ দিন কয়েকজন নতুন ভোটার ভোটার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ