• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল খাবার ও বেশি দাম নেওয়ায় ৪ দোকান্দার কে জরিমানা

স্বাধীন ভোর ডেস্ক / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

মো: আল আমিন খান
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন রমজানকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নের বাহেরচর ও খালগোড়া বাজারে দু’ঘন্টা ব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সড়কের দু’পাশে যাবতীয় ফুটপাতের অবৈধ দোকান উঠিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে পণ্যের দাম ও মানে অনিয়ম খতিয়ে দেখে বাহেরচর বাজারের আব্বাস উদ্দিন, কাজল মাহমুদ ও খালগোড়া বাজারের ইলিয়াস,সহিদুলকে জরিমানা করা হয়। পটুয়াখালী কৃষি বিপণন কর্মকর্তা (দাঃপ্রাঃ) প্রহলাদ চন্দ্র সাহাকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এসময় তিনি বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, মেয়াদ উত্তীর্ণ,ভেজাল খাবার ও মজুদ রাখা সহ সকল প্রকার অসাধু ব্যবসায়ীদের প্রতি আমাদের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ