• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

স্বাধীন ভোর ডেস্ক / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোকজ সাংস্কৃতিক উৎসব হয়েছে।গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শহরের পৌর শহীদ মিনার চত্বরে এ আয়োজন করা হয়। এতে গাইবান্ধার লোকসঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন।সংগঠনটির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় ছিল ‘কু-অভ্যাস ত্যাগ করি, সংস্কৃতি চর্চা করি, সেবার কাজে ঝাঁপিয়ে পড়ি’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরের সহধর্মিনী মাছুমা আখতার। সংগঠনের পরিচালক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি শাহ মশিউর রহমান, উদীচী জেলা সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়া, জাহানারা আলম সংগীত বিদ্যালয়ের পরিচালক খাজা সুজন, লোকসংগীত শিল্পী সিরাজুল ইসলাম সোনা প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ