• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

গ্রেড-১ এবং গ্রেড-২ অধ্যাপক পদে পদোন্নতি কার্যকর প্রসঙ্গে কুবির শিক্ষক সমিতির আবেদন

স্বাধীন ভোর ডেস্ক / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে গ্রেড-১ ও গ্রেড-২ অধ্যাপক পদে আবেদনকৃতদের সরকারি বিধি মোতাবেক পরবর্তী সিন্ডিকেট সভার মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে কার্যকর ও নিয়মিতকরণের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।বুধবার (২৮ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে দেওয়া পত্র থেকে বিষয়টি জানা যায়।পত্রটি থেকে জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্মারকের সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সরকার কর্তৃক বিধি মোতাবেক গ্রেড-২ এবং গ্রেড-১ অধ্যাপক পদে আবেদনকৃত পদসমূহে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবৈধভাবে দুই বছর যাবত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে। তাছাড়া পদোন্নতি প্রসঙ্গে কোনো উদ্যোগ গ্রহণ করেনি।পত্র থেকে আরও জানা যায়, শিক্ষকগণ মনে করেন বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে প্রতিহিংসাপরায়ণ ও অপেশাদারভাবে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না। যা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ বিনির্মাণের অন্তরায় এবং সরকারের নির্দেশনা অবমাননার শামিল ও রাষ্ট্রবিরোধী অপরাধও বটে।মেহেদি হাসান বলেন, ‘অধ্যাপকদের পদোন্নতি এটি একটি প্রচলিত বিধান তাছাড়া অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের এব্যাপারে প্রজ্ঞাপনও আছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অবৈধভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে প্রক্রিয়াটি বন্ধ রেখেছে। এর মূল সমস্যা হচ্ছে গ্রেড ১ এবং গ্রেড ২ তে না গেলে পেশাগত মর্যদা ক্ষুন্ন হচ্ছে তাছাড়া অধ্যাপকদের যে অবস্থান সেটি না পেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদের জায়গাটা কমে যাচ্ছে।’এই বিষয়ে উপাচার্যের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ