• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে সহকারী কমিশনার পিয়াস চন্দ্র দাসের বিদায় সংবর্ধনা

স্বাধীন ভোর ডেস্ক / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

রমজান আলী রানা,কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার পিয়াস চন্দ্র দাসকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রদান করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি প্রদান করায় বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারির সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা অজীত কুমার রায় এর সঞ্চালনায় এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বিদায়ী কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার পিয়াস চন্দ্র দাস বলেন, আমাদের পেশাগত ক্ষেত্রে একস্থানে বেশিদিন অবস্থান করার নিয়ম নেই, তাই সময়ের ব্যবধানে আমাদের বিভিন্ন জেলা-উপজেলায় যেতে হয়। তবে ইতিপূর্বে কয়েকটি উপজেলায় দায়িত্ব পালন করলেও কোম্পানীগঞ্জের সময়টুকু অনেক বেশী মিস করবো। পিয়াস চন্দ্র দাস বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬তম ব্যাচের একজন সদস্য। তিনি প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও খাগড়াছড়ি সদর উপজেলায় সুনামের সহিত দায়িত্ব পালন শেষে গত ৭ই আগস্ট ২০২২ কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার হিসেবে তিনি যোগদান করেন।উল্লেখ্য, দীর্ঘ ১৮ মাস ২০ দিন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন শেষে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়ে বিদায় নেন পিয়াস চন্দ্র দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ