• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

মায়ানমারের ছোঁড়া মর্টার শেলের শব্দে কাঁপছে টেকনাফের সীমান্ত এলাকা

স্বাধীন ভোর ডেস্ক / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে শাহপরীর দ্বীপ-সহ সীমান্ত বর্তী এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রীতি শুরু হওয়া মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর সংঘর্ষে মর্টার শেল ও গুলির শব্দে কাঁপছে, উখিয়া টেকনাফের সীমান্ত এলাকা। আতঙ্কে রয়েছে স্হানীয় জনগণ।শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ শাহপরীর-দ্বীপ নিউজ সংগ্রহ করা কালে এমন তথ্য উঠে আসে। স্হানীয় সূত্রে জানা যায়, গত রাত ৯টার পর থেকে রাত ১টা পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ ও পৌরসভার জালিয়াপাড়ার নাফ নদ সীমান্তের বসবাসকারীরা মায়ানমারে ভারী মর্টার শেলের শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায়। টেকনাফের শাহপরীর দ্বীপের স্হানীয় বাসিন্দারা বলেন, রাত ৯টার পর থেকে আবারও থেমে থেমে মায়ানমারে ভারী মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে। কারণ আমাদের বাড়ি সীমান্তে বেড়িবাঁধের পাশে। তাই শব্দ শুনতে পাই। এমনভাবে শব্দ হয় যেন নাফ নদে এসে পড়েছে। গত তিন দিন বন্ধ থাকলেও আবারও রাত থেকে মর্টার শেলের বিকট শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যাচ্ছে। পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা মো. ইসহাক বলেন, রাতে মায়ানমার সীমান্তে থেমে থেমে কয়েকটি মর্টার শেলের শব্দ শোনা গেছে। কয়েকদিন শব্দ শোনা না গেলেও শুক্রবার রাত থেকে আবারও শোনা যাচ্ছে। টেকনাফ শাহপরীর দ্বীপ ৯নং ওর্য়াডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, গত তিনদিন শাহপরীর দ্বীপ-সীমান্তে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শোনা যায়নি। সীমান্ত এলাকার পরিবেশ শান্ত ছিল। হঠাৎ শুক্রবার রাত ৯টার পর থেকে থেমে থেমে বিকট মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে। এদিকে, শুক্রবার বিকেল ৫টায় টেকনাফের শাহপরীর দ্বীপ নাফ নদ-সীমান্ত এলাকায় তিনটি মর্টার শেলের শব্দ শুনতে পান স্থানীয় জেলেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ