• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

জামালপুরে শহিদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা

স্বাধীন ভোর ডেস্ক / ১০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

জামালপুর প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো. শফিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।পরে পর্যায়ক্রমে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা পরিষদ, জামালপুর পৌরসভা, প্রেসক্লাব জামালপুর, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া সকালে প্রভাত ফেরি করে সর্বস্তরের মানুষ জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।অপরদিকে ২১ ফেব্রুয়ারী সকালে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে দলটি।২১ ফেব্রুয়ারি উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানার সভাপতিত্বে আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ