• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

বিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ফ্যান বিতরণ

স্বাধীন ভোর ডেস্ক / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর( দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-প্রকল্পের আওতায় বিরামপুর উপজেলায় অবকাঠামো উন্নয়ন উপ প্রকল্প(৬ষ্ঠ পর্যায়) এর সহায়তায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে বিরামপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়িত একটি প্রকল্প ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ফ্যান বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল চক্রবর্তী,উপজেলা মৎস কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আদিত্য অপু, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক,জাইকার উপজেলা ডিপ্লোপমেন্ট ফ্যাসালিটেটর সমর সেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।২০২১-২২ অর্থ বছরে ৪০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার ৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ শ ৩০ জোড়া হাই ও লো বেঞ্চ এবং ৩২৯ পিচ সিলিং ফ্যান বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ