• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

সড়কে সিসি ক্যামেরা লাগিয়ে নির্বিঘ্নে মাদক কারবার বুড়িচংয়ে ডিএনসির অভিযানে মাদকসহ আটক ২

স্বাধীন ভোর ডেস্ক / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লায় সিসি ক্যামেরা লাগিয়ে মহাসড়কের পাশেই জমজমাট মাদকের কারবার! প্রশাসনের চোখ ফাঁকি দিতে গোপন আস্তানার মাটির নিচে কাঠের বাক্সে বিশেষ চেম্বার থেকে ইয়াবা ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ অর্থসহ হাতেনাতে দু’জন গ্রেফতার। কুমিল্লার বুড়িচং উপজেলায় ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায়, ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে সিসি ক্যামেরা বসিয়ে দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে চলছিলো মাদকের জমজমাট কেনাবেন।তবে সুচতুর মাদক ব্যবসায়ীর কৌশলকে অকেজো করে কালাকচুয়ায় চিহ্নিত মাদক কারবারি ইয়াকুবের মাদক স্পষ্টে হানা দেয় ডিএনসি। ইয়াবা ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ অর্থ সহ মূল ব্যবসায়ী ও তার সহযোগীকে আটক করা হয় এসময়। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সাহসী নেতৃত্বে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সর্বিক তত্বাবধানে, ডিএনসি’র সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। শনিবার রাত ৮টা থেকে ৯পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।কুমিল্লা ডিএনসির উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালাকচুয়া এলাকায় ইয়াকুবের মাদক কেনাবেচা ও সেবনের স্পষ্টে শনিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। মহাসড়ক সংলগ্ন একটি নির্মাণধীন ভবনের ভেতরে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে চিহ্নিত মাদক কারবারি ইয়াকুব সহ দুজনকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি ইয়াকুব (৩৫) কালাকচুয়া গ্রামের আক্কাস আলীর ছেলে এবং তার সহযোগী শাহদিলাবাগ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাসুম (৩৬)। পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় মাটির নিচে একটি গোপন কাঠের চেম্বারে রাখা ১৬২ পিস ইয়াবা ৩পিস ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৩৬হাজার ১৮০টাকা উদ্ধার ও জব্দ করা হয়।এসময় নির্বিঘ্নে মাদক ব্যবসা পরিচালনা করতে সড়কে বসানো সিসি টিভি ক্যামেরা ও মনিটরগুলো অকেজো করে দেয়া হয়।আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: মুরাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ