• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

বীরগঞ্জে ৯টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৫ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী

স্বাধীন ভোর ডেস্ক / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জে এবার ৯ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ৫ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে উপজেলার ৯ টি কেন্দ্রে এসএসসি ও একটি কেন্দ্রে ফাজিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৬১৩ জন, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬২৫ জন,কবিরাজহাট রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫৯ জন,ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮২৬ জন,মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৬৩ জন,গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬২৩ জন,পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪৬ জন,বীরগঞ্জ ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে ৫৪৮ জন ও চৌধুরীহাট (ভোকেশনাল) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৯ জন। বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:জুলফিকার আলী শাহ্ জানান, পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, সকাল থেকেই উপজেলার ৯ টি কেন্দ্রে পরিদর্শন করে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত করা লক্ষ্যে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ