• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছে ৯ প্রার্থী

স্বাধীন ভোর ডেস্ক / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,নির্বাচনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের ৬ নং ধাপেরহাট ইউনিয়নের চেয়ারম্যানের শুন্য আসনে আগামী ৯ মার্চ চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।গত ১৩ ফেব্রুয়ারী ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন উপজেলা নির্বাচন অফিসে শেষ দিন বিকাল ৪ টার মধ্যে এক নারী প্রার্থী সহ ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।তারা হলেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম শিপন, নুরে আলম সিদ্দিকী মিঠু মন্ডল, জিয়াউর রহমান, আল- মামুন মন্ডল, সজল মিয়া, নবাকুল ইসলাম, জাহিদ হাসান সেলিম, শামীমা আকতার ছনিয়া।উল্লেখ্য আজ ১৫ ফেব্রুয়ারী যাচাই বাছাই, আগামী ২২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ হবে।উক্ত উপনির্বাচনে দলীয়ভাবে দেওয়া হয়নি কোন প্রার্থী। তবে স্থানীয় সুত্রে জানা যায়, এ উপনির্বাচনে মনোনয়ন পত্রজমা দিয়েছে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষকলীগের সভাপতি জাতীয় পার্টির সভাপতি।উল্লেখ্য এ উপনির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ১০ প্রার্থী। তার মধ্যে শাহজাহান মিয়া শেষ মুহুর্তে মনোনয়ন পত্র জমা দেয়নি নির্বাচন কমিশনের কার্য্যালয়ে।সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল কবির মিন্টু গত ১৫ জুলাই/ ২৩ সকাল সাড়ে দশটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শুণ্য হয়। এ কারনেই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ