• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

খানসামায় অনলাইনে জুয়া খেলায় ভ্রাম্যমান আদালতে পাঁচজনের কারাদণ্ড

স্বাধীন ভোর ডেস্ক / ৬৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
খানসামা উপজেলার বাংলাবাজার (বুড়ির বাজার) এবং মুসাহার পাড়ায় প্রকাশ্যে অনলাইনে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনের বিনাশ্রম কারাদণ্ড।খানসামায় অনলাইন জুয়া প্রতিরোধে অবশেষে গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ , জুয়া খেলার অপরাধে বুধবার ১৪ ফেব্রুয়ারি সকাল ১২ টার দিকে ৫ জুয়াড়িকে আটক করেছে খানসামা থানা পুলিশ। অনলাইনে জুয়াখেলা অবস্থায় তাদেরকে আটক করা হয় । এসময় তাদের কাছ থেকে ৫ টি জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন এবং ৮৪ টি সিম কার্ড উদ্ধার করা হয় । খানসামা থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন যে, উপজেলার বাংলা বাজার (বুড়ির বাজার) এলাকায় মোবাইলে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে জুয়া খেলছেন এবং অবৈধভাবে ই-ট্রান্সজেকশন করছে জুয়াড়ীদের একটি একটি চক্র। এরপর গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাংলা বাজার এলাকা থেকে ভেড়ভেড়ী সদ্দার পাড়ার মোঃ আবু বক্কর এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (২০), ভেড়ভেড়ী ঝগরু পাড়া গ্রামের ফারহাদ আলীর ছেলে গালিব ইসলাম(১৯), সদ্দার পাড়ার হামিদুল ইসলাম এর ছেলে মোঃ হাচানুর ইসলাম (১৯) , সৈয়দপুর গোলাহাট এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মোঃ সুমন ইসলাম (২৯), এবং সুবর্ণ খুলি মুসাহারপাড়ার নারায়ন ভূঁইয়ার ছেলে উজ্জ্বল ভূঁইয়াকে (২৫) আটক করা হয়। আটককৃতদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইউএনও মো. তাজ উদ্দিন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজউদ্দিন জানান আটককৃতরা বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ করতেন। প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছিল চক্রটি। জুয়া বন্ধ করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ