• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার সবক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার কামিল হাদিস প্রথম পর্ব (প্রথম ব্যাচ) সবক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ আব্দুর রশীদ। মাদ্রাসা গভর্নিং বডি সহ-সভাপতি ফজলুল কাদের মিন্টুর সভাপত্বিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ফয়েজুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনোয়ার হোসাইন পাটোয়ারী, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল্লাহ মুনীর, লক্ষ¥ীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ নেছার উদ্দিন, গভর্নিং বডির সদস্য আবদুল কুদ্দুস, ডাক্তার মোয়াজ্জেম হোসেন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজুল্লাহ, উপাধ্যক্ষ আবদুল কাদের হেলালী ,মাকসুদুর রহমান,বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ মঞ্জু প্রমুখ। প্রধান অতিথি ড.মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে অতি দ্রুততম সময়ের মধ্যে বসুরহাট ইসলামিয়া ফাযিল মাদ্রাসা থেকে কামিল মাদ্রাসায় রূপান্তরিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ