• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

কুবিতে দুর্নীতি বিরোধী র‍্যালী অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

কুবি প্রতিনিধি:
“নিজ বিবেক জাগ্রত করুন, দুর্নীতি পরিহার করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে দুর্নীতি বিরোধী র‍্যালী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে এসে র‍্যালী শেষ হয়। র‍্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে আমাদের উপাচার্য মহোদয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। স্যারের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে আমরা উনার সাথে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত উপাচার্য মহোদয়ের দুর্নীতি বিরোধী কাজে এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ণ করতে যারা চেষ্টা চালাচ্ছে, আমরা কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো’। বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন,’আমরা উপাচার্য স্যারের নেতৃত্বে সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি মুক্ত করার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভিসি স্যার সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আছেন এবং থাকবেন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশনকে সামনে রেখে সর্বদা কাজে করে যাচ্ছেন। আমরা সবাই ভিসি স্যারের সাথে আছি।’উক্ত র‍্যালীতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ