• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

স্বাধীন ভোর ডেস্ক / ৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর এ আর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৫৫ জন গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণের অংশ হিসেবে গতকাল এ উপকরণ বিতরণ করা হয়। প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা জেলা শাখা এগুলো বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন- প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক রেজওয়ান আহমেদ, সংস্থার জেলা সভাপতি প্রকৌশলী ফরমান আলী, সাধারণ সম্পাদক প্রকৌশলী রোকন-উদ-দৌলা রোকন, দপ্তর সম্পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, কোষাধ্যক্ষ প্রকৌশলী চমক কুমার, কার্যকরী সদস্য প্রকৌশলী আমজাদ হোসেন, কারিগরি বিষয়ক সম্পাদক শিমুল কুমার সরকার প্রমুখ। উল্লেখ্য, উক্ত সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে রামচন্দ্রপুর এ.আর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ৫৫ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, কলম ও খাতা উপকরন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ