• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জের মধ্য চরকাঁকড়া হাইস্কুলের নতুন ভবন উদ্বোধন

স্বাধীন ভোর ডেস্ক / ২৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউয়িনের মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত ম্যুরাল ও নতুন ভবন পরিদর্শন করেন আবদুল কাদের মির্জা। ৭ ফেব্রুয়ারী, বুধবার সকালে উপজেলার মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট নতুন ভবন ও শিক্ষা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আনিছুুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক নাজমা শিফার সঞ্চালনায় কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, কবিতা আবৃত্তি, জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে প্রধান অতিথিকে ভরণ করে নেন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমি আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করবে। শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার, এ সরকারের উন্নয়নের কথা সারা দিন বলেও শেষ করা যাবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়ার সময় মনোযোগী হতে হবে। তোমরা হচ্ছো আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার মান-উন্নয়নে সরকার যে পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়নে এগিয়ে আসতে শিক্ষকদের বিনীত আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম কামাল উদ্দিন, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ সবুজ, সাবেক চেয়ারম্যান হাজী সফি উল্যাহ, সহকারী শিক্ষক আগলমীর হোসেন, যুবলীগ নেতা রেজাউল হক সোহাগ, ছাত্রলীগ নেতা আবু হাসনাত সাগর এবং স্কুলের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ