• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

স্বাধীন ভোর ডেস্ক / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

জামালপুর প্রতিনিধি:
‘ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বাংলা ইশারা দিবস পালিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুেয়ারি দিবস উপলক্ষে সকাল ১০ টার দিকে শহরের ফৌজদারি মোড় হতে শোভাযাত্র বের হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্র শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবার আয়োজনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ সহযোগিতায় এই অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা সমাজ সেবা কার্যলয়ের উপপরিচালক রাজু আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিসেফ ময়মনসিংহ বিভাগীয় প্রধান ইমতিয়াজ হোসেন, বাতি ঘন সংস্থার সভাপতি মিজানুর রহমান, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রতিবন্ধী কর্মকর্তা ইশরাখ হোসেন, জেলা সমাজ রেজিষ্ট্রেশন কর্মকর্তা ইকবাল হোসেন ও জেলা শিক্ষা অফিসার হালিমা খাতুন। আলোচনা শেষে জেলা প্রশাসক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনকে পুরস্কার ও বিভিন্ন রোগে আক্রান্ত ১৪ জন অসুস্থ প্রতিবন্ধীর হাতে চেক তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ