জামালপুর প্রতিনিধি:
জামালপুর পৌরসভা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করার সময় রিসাইক্লিং মেশিনে চুল আটকে শিলা আক্তার নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার চন্দ্রা এলাকায় বাইপাস সড়কের পাশে মেসার্স মোন্তাসিন কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শিলা আক্তার জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নের গহেড়পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে সেই কারখানায় কাজ করতেন। প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, দুপুরে কারখানাটির ভেতরে রিসাইক্লিং মেশিনে প্লাস্টিক কাটার কাজ করছিলো শিলা আক্তার। এ সময় অসাবধানতার বসে মেশিনের ভেতরে তার মাথার চুল বেঁধে যায়। পরে মেশিনের ভেতর ঢুকে যায় তার দেহ। আশে পাশে থাকা শ্রমিকরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কারখানাটির বৈধতা রয়েছে কি না? তা খতিয়ে দেখা হচ্ছে।