• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

জাতীয় পর্যায়ের নৃত্যে দ্বিতীয় জাহ্নবী রায় জয়ী

স্বাধীন ভোর ডেস্ক / ৩৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের আয়োজনে জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে দেশের ১৩টি অঞ্চলের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অধিকার করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে জাহ্নবী রায় জয়ী।বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে নৃত্য ইভেন্টের ‘ক’ শাখায় (কাব স্কাউট) বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় স্থান অর্জন করেন সে। তার এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে পরিবার ও সুধীজন।জাহ্নবী রায় জয়ী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ব্রাহ্মণপাড়া এলাকার দেবাশীষ রায় চন্দন ও মালা রাণী রায়ের কন্যা। সে ডোমার উপজেলার ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও ডোমার স্পন্দন নৃত্য একাডেমির একজন নিয়মিত নৃত্যশিল্পী।জয়ীর প্রশিক্ষক বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী মোঃ ফেরদৌস তার গৌরবগাঁথার স্বীকৃতি দিয়ে বলেন, নৃত্যে জয়ী অত্যন্ত মেধাবী। তৃণমূল থেকে সবগুলো ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করায় তার প্রশিক্ষক হিসেবে আমি গর্বিত। জয়ীর পরিবারের উৎসাহে তার এমন অর্জন। মেকআপ ও পোশাকে জাকির হোসেন ও ডাবলু মিয়া সহযোগিতা করায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। জয়ীর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ