কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীর দাশেরকাঠী গ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ এলাকাবাসীর নিকট উপস্থিত হন। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,৩ নং সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে এই এলাকায় দীর্ঘদিন ধরে একটি পাকা পোলের অভাবে যান চলাচল সহ যাতায়াতে বিভিন্ন ধরনের দূর্ভোগ পোহাতে হতো। মাঝে মধ্যে বড় ধরনের দূর্ঘটনাও ঘটতো। তাই এলাকাবাসী তাদের সমস্যার কথা, গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে একটি উঠোন বৈঠকে মহিউদ্দিন মহারাজ এর নজরে নিয়ে আসলে,তিনি জয়ী হলে তাদের এ সমস্যা সমাধান করবেন বলে আশ্বস্ত করেন। সে লক্ষ্যে ২২ জানুয়ারী(সোমবার)গভীর রাতে প্রচন্ড শীতকে উপেক্ষা করে,জনগনকে দেয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য, নিজস্ব তহবিল থেকে আড়াই লাখ টাকা ব্যয়ে, একটি আয়রন পোল নির্মানের জন্য নগদ এক লাখ টাকা এলাকাবাসীর মধ্যে প্রদান করেন। উপস্থিত উপজেলা চেয়ারম্যানদেরকে কাজটি তদারকির দায়িত্ব দিয়ে এবং তা অনতিবিলম্বে শেষ করে,কাজের বাকি টাকা তার কাছ থেকে নিয়ে নিতে বলেন। গত ২৯জানুয়ারী (সোমবার)কাজটির আনুষ্ঠানিক উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও ৩ নং সদর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। পোলটি নির্মান হলে দুইটি(কচুয়াকাঠী ও দাসেরকাঠী) গ্রামের মাঝে সেতুবন্ধন সৃষ্টি হবে।