• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

রাঙ্গুনিয়া মজুমদারখীল স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

স্বাধীন ভোর ডেস্ক / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

জামিল মোহাম্মদ জনি
রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন খান স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হান মেহবুব। উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী দীপেন সাহা। শিক্ষক আনন্দ কুমার বড়ুয়া ও জহির আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান নুর উল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. জহিরুল আলম, মানিক সাহা, মোহাম্মদ ইউছুফ, দেবপ্রসাদ দে, সরবালা দে, প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে অতিথিরা শিক্ষার্থীদের উদ্যোগে করা হাউজ পরিদর্শন করেন। প্রতিটি হাউজে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি হরেক রকমের দেশীয় পিঠা, মিষ্টান্নসহ নানান রকমের হাতের তৈরি কারুকাজ করে হাউজকে মনমুগ্ধকর করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ